নীলফামারীর সৈয়দপুরে বাস-ট্র্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ১৪

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১৪জন আহত হয়েছে। গত বুধবার বেলা ৩টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সৈয়দপুর শহরের হিন্দুপাড়া মোড় সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। দুর্ঘটনায় সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্য ট্রাকের ভিতর থেকে আশঙ্কাজনক অবস্থায় ট্রাক চালকের সহকারীকে উদ্ধার করে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারসহ আহত ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
জানা যায়, দিনাজপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাওয়া ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকের সামনের বাম পাশের চাকা হঠাৎ পাংচার (ফ্ল্যাট টায়ার) হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী সোনারতরী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ট্রাকের ভিতর আটকা পড়ে চালক ও তার সহকারী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আশ-পাশের লোকজনের সহযোগিতায় ট্রাক চালককে সহজে উদ্ধার করলেও ট্রাকের সহকারী (হেলপার) ট্রাকের দরজায় চাপা পড়ে। পরে দরজা কেটে এক ঘন্টার চেষ্টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০শয্যা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আরও পড়ুন
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগিতায় বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে মহাসড়কের দুই পাশে আটকা পড়া যানবাহনের চলাচল স্বাভাবিক করা হয়েছে।
মন্তব্য করুন