এশিয়া কাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। তবে এশিয়া কাপ নিয়ে পরিষ্কার কিছু জানাননি সংস্থাটির সভাপতি মহসিন নাকভি। তবে দ্রুত সবকিছু সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নাকভি জানিয়েছেন, এশিয়া কাপ নিয়ে এখনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এশিয়া কাপের সূচি দ্রুত ঘোষণা করবে এ টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই। টাইমস অব ইন্ডিয়াকে সূত্র বলেছে, বিসিসিআই আগামী কয়েক দিনের মধ্যে টুর্নামেন্টের সূচি ঘোষণা করবে।
ভারতের সংবাদমাধ্যম আরও জানিয়েছে, এবার এশিয়া কাপে ভারত-পাকিস্তানের একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বেশি। এসিসির একটি সূত্র ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেছে, এশিয়া কাপ আরব আমিরাতে আয়োজন করবে ভারত। দুবাইয়ে নিজেদের সব ম্যাচ খেলবে ভারত। তবে সূচি নিয়ে এখনো আলোচনা চলছে।
আরও পড়ুনটাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮ ও ইন্ডিয়া টুডে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাই বেশি। ৮ দল নিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে একই গ্রুপে ভারত-পাকিস্তানের থাকার অর্থ হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে অন্তত দুবার মুখোমুখি হতে দেখা যাবে। গ্রুপ পর্বের পর সুপার সিক্সে মুখোমুখি হবে দুই দল। ফাইনালে উঠলে সেটি হবে তৃতীয় মুখোমুখি, যা সম্প্রচারকদের আরও বেশি আয়ের সুযোগ তৈরি করবে।
গত এপ্রিল-মে মাসে পার্শ্ববর্তী দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর, এটি হবে প্রথমবারের মতো দুই দলের মাঠের লড়াই। বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, 'ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের অনুমতির জন্য ভারতীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিসিআই।'
মন্তব্য করুন