ভিডিও শনিবার, ২৬ জুলাই ২০২৫

জাভির কোচ হওয়ার আবেদন ফিরিয়ে দিলো ভারত

জাভির কোচ হওয়ার আবেদন ফিরিয়ে দিলো ভারত

২০২৪ সালে ২৪ মে কোচের পদ থেকে জাভিকে বরখাস্ত করেছিল বার্সেলোনা। এরপর থেকেই বেকার জীবন কাটাচ্ছেন স্পেনের সাবেক কিংবদন্তি ফুটবলার। সম্প্রতি ভারতের কোচ হওয়ার তিনি আবেদন করেছেন বলে খবর পাওয়া গেছে।

কিন্তু স্পেনের এই কিংবদন্তিকে কোচ হিসেবে নিতে পারেনি ভারত। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এর কারিগরি কমিটি জাভির আবেদন গ্রহণ করেনি। কারণ তারা মনে করেছে, জাভির প্রত্যাশিত বেতন ফেডারেশনের পক্ষে পরিশোধ করা সম্ভব নয়।

বুধবার ১৭০ জন প্রার্থীর দীর্ঘ তালিকা থেকে এআইএফএফ-এর কারিগরি কমিটি তিনজন কোচকে চূড়ান্তভাবে বাছাই করেছে। এই কোচরা হচ্ছেন- জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল, ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্ট্যানটাইন ও স্লোভাকিয়া জাতীয় দলের সাবেক কোচ স্তেফান তারকোভিচ।

এখন এই তিনজনের নাম এআইএফএফ-এর নির্বাহী কমিটির কাছে পাঠানো হবে, যারা চূড়ান্তভাবে ভারতের পুরুষ ফুটবল দলের কোচ নির্বাচন করবে।

জাভি ছাড়াও এআইএফএফ-এর কারিগরি কমিটি অনেক প্রখ্যাত নামের আবেদন আমলে নেয়নি। যেমন লিভারপুলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় রবি ফাওলার ও হ্যারি কিউয়েল ও ব্ল্যাকবার্ন রোভার্সের সাবেক ম্যানেজার স্টিভ কিন।

আরও পড়ুন

জাভি যে কোচ হওয়ার আবেদন করেছেন, সেই খবরটি ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন এআইএফএফ-এর জাতীয় দলের পরিচালক সুব্রত পাল।

সুব্রত পাল বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে জাভির নাম তালিকায় ছিল। আবেদনটি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে এসেছিল।

কারিগরি কমিটির এক সদস্য দ্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘ধরে নেওয়া যাক জাভি সত্যিই ভারতীয় ফুটবলে আগ্রহী এবং তাকে রাজি করানোও যেত, তবু আমাদের অনেক অর্থের প্রয়োজন হতো তার সঙ্গে কাজ করতে।

খেলোয়াড় হিসেবে জাভি আটবার লা লিগা এবং চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। স্পেন জাতীয় দলের হয়ে দুইবার ইউরো কাপ এবং একবার বিশ্বকাপ জিতেছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটের উপাচার্য হলেন বুয়েটের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালী

আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি 

নিষিদ্ধ হয়ে খুব হতাশ মেসি

বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ

তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেয় ডিবি

প্রায় এক তৃতীয়াংশ গাজাবাসী অভুক্ত, সাহায্যের আবেদন