ডি ভিলিয়ার্সের সেরা একাদশে আছেন যারা

স্পোর্টস ডেস্কঃ মাঠে নামলেই নাভিশ্বাস তুলে ছাড়তেন প্রতিপক্ষ বোলারদের। আগ্রাসী ব্যাটিংয়ে ক্রিকেট বিশ্বে নজর কেড়েছিলেন তিনি। বলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের কথা। ক্রিকেটের তিন সংস্করণে সমান তালে ব্যাটিং করেছেন এমন গুটি কয়েক ক্রিকেটারদের একজন তিনি। উইকেটের চারপাশে অবিশ্বাস্য সব শট খেলার জন্য ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যানের তকমাও পেয়েছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় বলে দিয়েছেন ডি ভিলিয়ার্স। বর্তমানে খেলছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্ট। সেখানে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস দলকে নেতৃত্ব দিচ্ছেন সাবেক এই প্রোটিয়া তারকা। এই টুর্নামেন্ট চলাকালীন ডি ভিলিয়ার্স বেছে নিয়েছেন নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ। উপস্থাপক শেফালি বাগ্গার প্রশ্নের জবাবে নিজের পছন্দের কথা জানিয়েছেন ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্সের দেওয়া সেই উত্তরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজের অ্যাকাউন্টে প্রকাশ করেছেন উপস্থাপক বাগ্গা। যেখানে দেখা যায়, নিজের সময়ের সেরা খেলোয়াড়দেরই সেরা একাদশের জন্য বেছে নিয়েছেন ডি ভিলিয়ার্স। অবশ্য সেই একাদশে জায়গা হয়নি সাবেক ভারতীয় তারকা শচীন টেন্ডুলকার বা ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের। নেই ডি ভিলিয়ার্স নিজেও।
সাবেক এই প্রোটিয়া তারকার সেরা একাদশে ইনিংস উদ্বোধনের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন। তিন নম্বরে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
ডি ভিলিয়ার্সের মিডল অর্ডারে জায়গা পেয়েছেন এই সময়ের সেরা তিন তারকা। ভারতীয় তারকা বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ এবং নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। ফিনিশিংয়ের জন্য ডি ভিলিয়ার্সের পছন্দ আরেক ভারতীয় তারকা মহেন্দ্র সিং ধোনি। উইকেটকিপারের দায়িত্বটাও পালন করবেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
আরও পড়ুনসাবেক এই প্রোটিয়া তারকা স্পিন আক্রমণের জন্য বেছে নিয়েছেন দুই কিংবদন্তি শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনকে। পেস আক্রমণের জন্য ডি ভিলিয়ার্সের পছন্দ অস্ট্রেলিয়ার মিচেল জনসন ও পাকিস্তানের মোহাম্মদ আসিফ। ১২তম খেলোয়াড় হিসেবে রেখেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাকে।
এবি ডি ভিলিয়ার্সের বিশ্ব একাদশ
ম্যাথু হেইডেন, গ্রায়েম স্মিথ, রিকি পন্টিং, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেইন উইলিয়ামসন, এম এস ধোনি (উইকেটকিপার), মিচেল জনসন, মোহাম্মদ আসিফ, শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন।
১২তম খেলোয়াড় : গ্লেন ম্যাকগ্রা
মন্তব্য করুন