নওগাঁর রাণীনগরে নৈশ প্রহরীকে এলোপাতারি কুপিয়ে জখম

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মালশন উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আজাহার আলীকে (৩৫) রাতের আঁধারে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গত বুধবার গভীর রাতে বিদ্যালয় গেটের সামনে এই ঘটনা ঘটে।
এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীদের মধ্য থেকে স্থানীয়রা দুই জনকে আটক করে পুলিশে সোর্পদ করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাণীনগর থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার দুই জনকে আদালতে প্রেরণ করা হয়। গুরুতর আহত আজাহার মালশন মন্ডলপাড়া গ্রামের মজিবর প্রামানিকের ছেলে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হান জানান, গত বুধবার দিবাগত গভীর রাতে নৈশ প্রহরী আজাহার আলী গরমে বিদ্যালয়ের গেট খুলে বাহিরে আসেন। এসময় ৫/৬জন হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে আজাহারের উপর হামলা চালায়। এসময় আজাহার আলী চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ছুটে এসে হামলাকারী ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে বেলাল হোসেন (৩৫) ও আনোয়ার হোসেনকে (৪৫) আটক করে।
আরও পড়ুনপরে স্থানীয় লোকজন আজাহারকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় আজাহার আলীর স্ত্রী সুমি আক্তার বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে এজাহার নামীয় ৩ জন এবং অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামি করে মামলা দায়ের করে। দায়েরকৃত মামলায় আটক দুই জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন