ভিডিও সোমবার, ২৮ জুলাই ২০২৫

ঝুঁকি নিয়েই চলছে কালাই পোস্ট অফিসের কার্যক্রম

ঝুঁকি নিয়েই চলছে কালাই পোস্ট অফিসের কার্যক্রম। ছবি : দৈনিক করতোয়া

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাই পোস্ট অফিস ভবনের বেহাল অবস্থা। ঝুঁকি নিয়েই চলছে প্রতিদিনের দাপ্তরিক কার্যক্রম। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খুলে পড়ছে ছাদের পলেস্তারা। বর্ষা মৌসুমে ভবনের ছাদ চুঁইয়ে পড়ে পানি। সংস্কার নয়, রং করার কারনে বাহির থেকে বেশ চকচকে দেখা গেলেও ভেতরের অবস্থা শোচনীয়। ফলে সেবা নিতে আসা গ্রাহক ও প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্কে সময় কাটাতে হয় ওই ভবনে। জরাজীর্ণ ভবনটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, গত ১৯৮৫ সালে কালাই পোস্ট অফিসের ভবনটি নির্মাণ করা হয়েছে। দীর্ঘ সময়ের মধ্যে বেশ কয়েকবার ভবনের ভিতর-বাহিরে রং করা হলেও সংস্কার করা হয়নি একবারও। ফলে ভবনটি বাহির থেকে বেশ চমৎকার দেখালেও ভিতরের অবস্থা একেবারেই জরাজীর্ণ। অনেক স্থানে ফেটে চৌচির হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, কালাই পোস্ট অফিসের ভবনটি জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পাশে থানা এলাকায় অবস্থিত। মহাসড়ক থেকে অনেক নিচু জায়গা হওয়ায় আজও সামনে পানি জমে আছে। গত তিনদিনের টানা বৃষ্টিতে ভবনের ছাদ ও দেয়াল চুইয়ে ভিতরে পানি পড়ছে। ছাদ ও বিমের পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে গেছে। মেঝেসহ পুরো ভবনটি স্যাঁতসেঁতে দেখা গেছে।

ওপর থেকে পানি পরে টেবিলে রাখা মূল্যবান কাগজপত্র ভিজে যাচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ছাদের পলেস্তারা। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভবনটি আগেই ব্যবহারের অনুপযোগী হয়েছে কিন্তু আজও সংস্কারের ব্যবস্থা করা হয়নি। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

আরও পড়ুন

পোস্ট মাষ্টার সুনীল চন্দ্র প্রামানি বলেন, বর্তমানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ চিঠিপত্রসহ বিভিন্ন পার্সেল আদানপ্রদান করা হয়। আবার গ্রাহকের বীমার টাকা, সঞ্চয়ের টাকা অনলাইনের মাধ্যমে লেনদেন করা হয়। তারপরও ভবনটির দিকে নজর নেই। এ অবস্থায় ডাক বিভাগের লোকজন এসে ভবনটি পরিদর্শন করে গেলেও সংস্কার হয়নি। তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই দাপ্তরিক কাজকর্ম করছি।’

জেলা পোস্ট অফিস পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা জসীমের কবরেই সমাহিত হবেন ছেলে রাতুল

ঢাকায় ৩ ঘন্টায় ৯ মিলিমিটার বৃষ্টি, থাকবে সোমবারও

বিদেশি মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপেড় ছোবলে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৮শ’ পিস ট্যাপেন্টাডলস ১ গ্রেফতার