ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

নাটোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত 

নাটোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, ছবি: দৈনিক করতোয়া।

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর–পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় একটি প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসেন আলী (৫৫) নামের এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাসেন আলী বড়াইগ্রামের জোয়ারি ইউনিয়নের কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তিনি নাবিস্কো বিস্কুট কোম্পানির ডেলিভারি ভ্যান চালক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি বনপাড়া কয়েন বাজারে পণ্য সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েন বাজার এলাকায় পৌঁছানোর আগে একটি প্রাইভেট কার ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক হাসেন আলী ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

রংপুরের বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদসহ আটক ১

বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ও নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ২

মুজিববাদি সংবিধানকে গত জুলাইয়ে আমরা কবর দিয়েছি : বগুড়ায় জুলাই সমাবেশে জাহিদ আহসান

ফ্যাসিস্ট ও খুনীদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না : গোলাম রব্বানী

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে পরিচিতি সভায় সাবেক এমপি লালু