বগুড়ার শেরপুরে দুটি ট্রান্সফরমার চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে একই রাতে দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। আঞ্চলিক সড়কের দুবলাগাড়ী চকপোতা এলাকায় এই চুরির ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দুবলাগাড়ী চকপোতা এলাকায় বিদ্যুৎ চলে যায়।
ভোরে একতা প্রসেসিং অটোরাইস ও ফাতেমা অটো রাইস মিলের বিদ্যুতের খুটির নীচে মাংস ক্রেতারা এসে দেখেন বৈদ্যুতিক খুঁটির সাথে ট্রান্সফরমার ২াট নেই। পরে আশেপাশের সিসিটিভির ফুটেজে দেখা যায় দুর্বৃত্তরা ট্রাক লাগিয়ে রাত ২টা ২০ মিনিটে ট্রান্সফরমার ২টি চুরি করে নিয়ে যাচ্ছে।
একতা অটোরাইস মিল, মজিদ অটোরাইস মিল ও ফাতেমা অটো রাইসমিলের মালিক বলেন, আমাদের মিলের লাইনের ট্রান্সফরমারসহ এলাকাবাসির জন্য রাখা ২টি ট্রান্সফরমারই চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফলে রাত থেকে আমরা বিদ্যুৎবিহীন রয়েছি।
আরও পড়ুনউল্লেখ্য গত বছরের ২৮ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে একই কায়দায় ওই এলাকা থেকে ২টি ট্যান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। নির্বাহী প্রকৌশলী আব্দুল জলিল বলেন, আপাতত ভ্রাম্যমাণ ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক রাখা হয়েছে, পরবর্তিতে সেখানে নতুন ট্রান্সফরমার বসানো হবে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, দ্রুত চুরি যাওয়া মাল উদ্ধারের পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন