সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার সলঙ্গা থানার নাঙ্গলমোড়া উত্তর পাড়া গ্রামের হাসান আলীর ছেলে আয়ান আলী (৪)।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৮ টায় সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে যায় শিশুটি। এরপর খোঁজাখুঁজির ১ ঘন্টার পর ৯টার দিকে ওই পুকুরের পানিতে শিশুটির লাশ দেখে গ্রামবাসী। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুনএ বিষয়ে সলঙ্গা থানার ওসি হুমায়ন কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় শিশুর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন