ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান’ বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন (ICJR-1)।

আজ রবিবার (২৭ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের ১৩টি গবেষণা প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটি সংগঠন অংশ নেয়।

ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (RIT)-এর যৌথ আয়োজনে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। প্রধান অতিথি ছিলেন শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

উপদেষ্টা আদিলুর তার বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লব ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ। গুম-খুন, দমন-পীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। এখন সময় ইতিহাসকে সঠিকভাবে সংরক্ষণের।” তিনি জুলাই বিপ্লবের নথিপত্র ও আলোকচিত্র নিয়ে একটি আর্কাইভ গড়ে তোলার এবং স্কুল-কলেজের পাঠ্যক্রমে এই ইতিহাস অন্তর্ভুক্তির আহ্বান জানান।

আরও পড়ুন

সমাপনী পর্বে বক্তব্য দেন ঢাবির প্রশাসনিক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, এবং মালয়েশিয়ার পিকেআর নেতা নুরুল ইজজাহ আনোয়ারসহ অন্যান্য অতিথিরা।

সম্মেলন শেষে টিএসসি অডিটোরিয়ামে পরিবেশিত হয় 'লাল জুলাই' শিরোনামের একটি নাটক।

আগামীকাল ২৮ জুলাই জীববিজ্ঞান অনুষদের লেকচার গ্যালারিতে ‘জুলাই বিপ্লব’ নিয়ে আরেকটি সেমিনার অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে লাল শাপলায় ভরে গেছে মওয়ামারী বিল

দেশের ৮ বিভাগীয় শহরে মাদক আদালত স্থাপন করা হবে : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মহাপরিচালক হাসান মারুফ

সেনাবাহিনীর সহায়তায় রাস্তায় থাকা গাছ ও খুঁটি অপসারণ

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের মামলায় চালক গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে তাঁতী লীগ নেতা গ্রেফতার

রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন