ঢাবিতে জুলাই বিপ্লব নিয়ে আন্তর্জাতিক সম্মেলন রোববার

ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামীকাল রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে “জুলাই বিপ্লব ২০২৪”-বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন। ঐতিহাসিক এই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ সম্মেলন বসবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
“দ্য লিগ্যাসি অব জুলাই রেভলিউশন ২০২৪: রিবিল্ডিং বাংলাদেশ” শীর্ষক এ সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে গত বছরের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের পটভূমি বিশ্লেষণ, একাডেমিক গবেষণা উপস্থাপন এবং ‘বাংলাদেশ ২.০’ শীর্ষক একটি ভবিষ্যৎমুখী রূপকল্প উন্মোচন। সম্মেলনের আয়োজন করছে ঢাকাভিত্তিক গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আয়োজকদের দাবি, এই সম্মেলন শুধু অতীত মূল্যায়নের প্ল্যাটফর্ম নয়, বরং আগামীর বাংলাদেশ গঠনে চিন্তাশীল সংলাপের সূচনাও।
সম্মেলনে অংশ নিচ্ছে দেশ-বিদেশের ১৩টি গবেষণা প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটি সংগঠন।
উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে:
আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয় (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) ,কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা , সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি(স্কুল অব সোশ্যাল সায়েন্সেস) , যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটি (স্কুল অব পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ) ,দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি , যুক্তরাজ্যের বাংলাদেশ ২.০ ইনিশিয়েটিভ ,যুক্তরাষ্ট্রভিত্তিক সোচ্চার, তুরস্কের সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ, ঢাকার ইনসাফ ও সেন্টার ফর পলিসি অ্যানালিসিস অ্যান্ড অ্যাডভোকেসি , যুক্তরাজ্যের জাগরণ ফাউন্ডেশন।
এ ছাড়া সম্মেলনটির আয়োজনকে সফল করতে বিভিন্ন সামাজিক, অলাভজনক, কমিউনিটিভিত্তিক ও অরাজনৈতিক সংগঠনও সহযোগিতা করছে।
আয়োজকরা জানান, এই সম্মেলনের মাধ্যমে একদিকে যেমন জুলাই বিপ্লবের তাৎপর্য ও প্রভাব বিষয়ে জনসচেতনতা বাড়বে, অন্যদিকে “বাংলাদেশ ২.০”-এর কাঠামোগত নকশা নিয়ে একাডেমিক ও নীতিনির্ধারক মহলে একটি সমন্বিত বিতর্ক শুরু হবে—যা দেশের উন্নয়নচিন্তা ও রাষ্ট্রচিন্তায় নতুন মাত্রা যোগ করবে।
মন্তব্য করুন