ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

ঢাবি স্টাফ কোয়ার্টারে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাবি স্টাফ কোয়ার্টারে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা মো. আনোয়ার হোসেন জানান, পারিবারিক বিষয়ে বাবা-মায়ের বকাঝকায় অভিমানে মেয়েটি নিজ কক্ষে চলে যায়। পরে সে ওড়না দিয়ে সিলিং ফ্যানে ফাঁস দেয় বলে তারা ধারণা করছেন।

তিনি আরও বলেন, “বিষয়টি বুঝতে পেরে আমরা দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি এবং দ্রুত ঢামেকে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আরও পড়ুন

আনোয়ার হোসেন আরও জানান, তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার জুটি মুকসুদপুর এলাকায়। তারা বর্তমানে শহীদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে বসবাস করছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.  ফারুক করতোয়াকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং প্রাথমিক তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে একই দিনে নারীসহ দুই জনের আত্মহত্যা

কাঁঠালিয়ায় গভীর রাতে সিঁদ কেটে বিমা কর্মীর গোড়ালি কেটে দিলো দুর্বৃত্তরা

জেমসের কনসার্ট থেকে সহায়তা যাবে মাইলস্টোনে ক্ষতিগ্রস্তদের জন্য

সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে পাঁচজনের সাজা

বাংলাদেশের ফুটসালের প্রথম কোচ ইরানের সাঈদ খোদারাহমি

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ১৬৯২ শিক্ষক পদ শূন্য