ঢাবি স্টাফ কোয়ার্টারে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা মো. আনোয়ার হোসেন জানান, পারিবারিক বিষয়ে বাবা-মায়ের বকাঝকায় অভিমানে মেয়েটি নিজ কক্ষে চলে যায়। পরে সে ওড়না দিয়ে সিলিং ফ্যানে ফাঁস দেয় বলে তারা ধারণা করছেন।
তিনি আরও বলেন, “বিষয়টি বুঝতে পেরে আমরা দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি এবং দ্রুত ঢামেকে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
আরও পড়ুনআনোয়ার হোসেন আরও জানান, তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার জুটি মুকসুদপুর এলাকায়। তারা বর্তমানে শহীদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে বসবাস করছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক করতোয়াকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং প্রাথমিক তদন্ত চলছে।
মন্তব্য করুন