ভিডিও সোমবার, ২৮ জুলাই ২০২৫

এক হাজার কোটি টাকায় দিয়াজকে ছেড়ে দিলো লিভারপুল

এক হাজার কোটি টাকায় দিয়াজকে ছেড়ে দিলো লিভারপুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এবারের দলবদলের বাজার জমিয়ে তুলেছে লিভারপুল। টাকার বস্তা ঢেলে ফ্লোরিয়ান রিৎজ, হুগো একিটেকেদের দলে টেনে চমক জাগিয়েছে অলরেডরা। 

খেলোয়াড় বিক্রির ক্ষেত্রেও বাজিমাত করতে চলেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ২০২২ সালে ৩৭.৫ মিলিয়ন পাউন্ডে লুইস দিয়াজকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছিল অলরেডরা। চলতি মৌসুমে লিভারপুলকে শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রেখেছেন এই কলম্বিয়ান উইঙ্গার। এবারের দলবদলে দিয়াজের দল ছাড়া অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু লিভারপুল এই কলম্বিয়ান উইঙ্গারকে যে উচ্চ মূল্যে বিক্রি করতে যাচ্ছে তাতে চোখ কপালে উঠতে বাধ্য। লুইস দিয়াজকে দলে ভেড়াতে লিভারপুলের সঙ্গে ঐক্যমতে পৌঁছেছে বায়ার্ন মিউনিখ। ৭৫ মিলিয়ন ইউরোর (১,০৭৫ কোটি ৩৫ লাখ টাকা) বিনিময়ে বায়ার্ন মিউনিখের কাছে এই কলম্বিয়ান উইঙ্গারকে বিক্রি করতে সম্মত হয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এমনটাই জানিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। তিন বছর আগে ৩৭.৫ মিলিয়ন পাউন্ডে (৬৪৫ কোটি ২১ লাখ টাকা) দিয়াজকে দলে ভিড়িয়েছিল লিভারপুল। প্রায় দ্বিগুণ দামে তাকে বিক্রি করতে যাচ্ছে অলরেডরা।

গত শনিবার (২৬ জুলাই) এসি মিলানের কাছে হেরে যাওয়া প্রীতি ম্যাচে লিভারপুলের স্কোয়াডে ছিলেন না দিয়াজ, কারণ গ্রীষ্মকালীন দলবদলে তার অ্যানফিল্ড ছাড়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এশিয়ায় লিভারপুলের  প্রাক-মৌসুম সফর থেকেও তাকে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইএসপিএন-এর সূত্রে জানা গেছে, দিয়াজ প্রথমবার লিভারপুল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ২০২৪ সালের গ্রীষ্মেই। তবে ক্লাব তখন দলের অবস্থা এবং বাজার মূল্যায়ন করে তাকে ধরে রাখে। ক্লাব দিয়াজের সঙ্গে দুবার চুক্তি নবায়নের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ক্লাবের প্রস্তাব এবং দিয়াজের চাহিদার মধ্যে ফারাক থাকায় তা আর আগায়নি।

এই গ্রীষ্মে দিয়াজকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে, যদিও লিভারপুল শুরু থেকেই জানিয়ে দিয়েছিল যে তিনি বিক্রির জন্য উপলব্ধ নন। বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ আগ্রহ দেখালেও তাদেরকে আগেই ফিরিয়ে দিয়েছিল অলরেডরা। ইএসপিএন সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে বায়ার্ন মিউনিখের ৬৭.৫ মিলিয়ন ইউরোর প্রস্তাবও লিভারপুল প্রত্যাখ্যান করেছে। লিভারপুলে গত মৌসুমেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটিয়েছেন দিয়াজ। তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭টি গোল করেন এবং আর্নে স্লটের দলকে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে সহায়তা করেন। দিয়াজ ২০২২ সালের জানুয়ারিতে এফসি পোর্তো থেকে লিভারপুলে যোগ দেন। আনফিল্ডে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।

আরও পড়ুন

তবে, এবার তার সম্ভাব্য বিদায় লিভারপুলের গ্রীষ্মকালীন ব্যয় সামলাতে সাহায্য করবে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এরই মধ্যে ফ্লোরিয়ান রিৎজ, জেরেমি ফ্রিমপং, মিলোস কেরকেজ, জর্জি মামারদাশভিলি এবং হুগো একিটিকেসহ পাঁচ খেলোয়াড়ের পেছনে প্রায় ২৯০ মিলিয়ন পাউন্ড (৪,৭৫১ কোটি ৪৫ লাখ টাকা) খরচ করেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ভাই-বোন মিষ্টান্ন ভান্ডারের জরিমানা

রংপুর চলতি বছরের প্রথম ছয় মাসে সাত মামলা দায়ের : দুদক সমন্বিত জেলা কার্যালয়

প্রাথমিকের সব প্রধান শিক্ষক পাচ্ছেন দশম গ্রেড, প্রজ্ঞাপন জারি

বগুড়ায় ছাত্রলীগের সদস্য আরিফুল গ্রেফতার

চাঁদাবাজির অভয়াশ্রম এনসিপিতে হবে না:হাসনাত আবদুল্লাহ

আকাশ প্রতিরক্ষায় ঢাকায় বিমানঘাঁটি রাখা অত্যাবশ্যক: বিমানবাহিনী