ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

দুই দফা দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেট

দুই দফা দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেট

রংপুর প্রতিনিধি : দুই দফা দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক ব্লকেট কর্মসূচি পালন করেছে। আজ সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত রংপুর নগরীর প্রবেশদ্বার মর্ডাণ মোড়ে চলা এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অবরোধ চলাকালে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে উত্তরবঙ্গ ব্লকেড ও উত্তরবঙ্গ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পাশাপাশি, ২দফা দাবি আদায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন ও এ অঞ্চলের সার্বিক (অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) উন্নয়ন নিশ্চিতে একটি সতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।

আরও পড়ুন

অবরোধ শেষে সেখানে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারিয়ার সোহাগ, আশিকুর রহমান। তারা বলেন, দীর্ঘ দিন ধরে উত্তরাঞ্চলের মানুষ বৈষম্যের শিকার হচ্ছেন। কোন সরকার এই অঞ্চলের মানুষের তেমন কোন উন্নয়ন করে নাই। সবাই শুধু প্রতিশ্রুতি দিয়ে আসছে। আমরা এবার প্রতিশ্রুতি চাই না। আমরা চাই বাস্তবায়ন।

দুই দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ চত্বর থেকে মার্চ টু জেলা প্রশাসক ও মার্চ টু বিভাগীয় কমিশনার কর্মসূচি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি জুলাই মাসেও চালু হচ্ছে না জবি'র ফুডকোর্ট

জয়পুরহাটের আক্কেলপুরে যুবক ছুরিকাহত ২ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন

বগুড়ার সারিয়াকান্দিতে দুটি দই ঘরের ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে