আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক- এ "ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড" শীর্ষক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। ২২ জুলাই, ২০২৫ মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, “আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যাংকিং খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং ক্ষেত্র। তাই দক্ষ, প্রশিক্ষিত ও নীতিনিষ্ঠ জনবল গড়ে তোলা আমাদের ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এজন্যে দক্ষ জনবল তৈরি ও আধুনিক ইসলামী ব্যাংকিং চর্চার লক্ষ্যে ব্যাংকের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, “আধুনিক ব্যাংকিং চাহিদার সাথে তাল মিলিয়ে কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান শাখার কার্যক্রমে বাস্তব প্রয়োগের মাধ্যমে গ্রাহকসেবা আরও উন্নত হবে এবং ইসলামী ব্যাংকিংয়ের মূলনীতি অনুসরণ করে আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা নিশ্চিত করা সম্ভব হবে।”
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৬৩ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন