ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

 মেট্রোরেল স্টেশনে এনসিসি ব্যাংক এর এটিএম বুথ উদ্বোধন

এনসিসি ব্যাংক মেট্রোরেল এমআরটি-৬ লাইনের ১৬টি স্টেশনে এটিএম বুথ চালু করার পরিকল্পনার অংশ হিসেবে শাহাবাগ স্টেশনে আনুষ্ঠানিকভাবে এটিএম বুথ উদ্বোধন করেছে। উক্ত অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিঃ (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন সহ ডিএমটিসিএল এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ জাকারিয়া, পরিচালক (প্রশাসন) এ, কে, এম, খায়রুল আলম, যুগ্ম সচিব ও কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর, মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন, মহাব্যবস্থাপক (সিগনালিং ও টেলিকম) মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সচিব ও মহাব্যবস্থাপক (স্টোর ও প্রকিউরমেন্ট) শাব্বীর আহমদ, এনসিসি ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং হেড অব কার্ডস্ মোহাম্মদ আমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এনসিসি ব্যাংক এর মেট্রোরেল স্টেশনে এটিএম বুথ উদ্বোধনের কার্যক্রমকে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। এর ফলে মেট্রোরেলের যাত্রীদের জন্য একটি স্মার্ট ও ক্যাশলেশ পাবলিক ট্রান্সপোটেশন সিস্টেম তৈরী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, মেট্রোরেল ঢাকা মহানগরের যোগাযোগ ব্যবস্থাতেই শুধু আমূল পরিবর্তন আনে নাই; বরং এর মাধ্যমে যানজটের দূরদশা যেমন কমেছে তেমনি কর্মঘন্টা ও কর্মশক্তি অপচয় রোধ হয়েছে তাই সার্বিক অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল হয়েছে। আগামীতে স্টেশনগুলোতে বিভিন্ন বিপণী-বিতান ও শপিংমল প্রতিষ্ঠার সুযোগ রয়েছে এবং সেগুলো করা হলে মেট্রোরেল স্টেশনগুলো সম্মিলিতভাবে একটা বড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। ভবিষ্যতের এই সম্ভবনাকে বিবেচনায় রেখে মেট্রোরেল এর যাত্রীদের তাৎক্ষণিক অর্থলেনদেন এবং বাণিজ্যিক কেন্দ্রে ব্যাংকের কার্ডের গ্রাহদের স্বাচ্ছন্দ্যময় ও নিরবিচ্ছিন্ন লেনদেনের সুবিধার্থে মেট্রোরেল এর সব স্টেশনে এটিএম বুথ স্থাপন করা হচ্ছে যা এখানকার ব্যবসায়ীদের ও তাদের গ্রাহকদেরও অর্থলেনদেন সহজ ও নিরাপদ করবে। তিনি আগামীতেও মেট্রোরেল ও সংশ্লিষ্ট সকলের যেকোন ধরনের প্রয়োজনীয় ব্যংকিং সেবা প্রদানের জন্য পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি জুলাই মাসেও চালু হচ্ছে না জবি'র ফুডকোর্ট

জয়পুরহাটের আক্কেলপুরে যুবক ছুরিকাহত ২ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন

বগুড়ার সারিয়াকান্দিতে দুটি দই ঘরের ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে