ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

ঝাড়খণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে ১৮ তীর্থযাত্রী নিহত

ঝাড়খণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে ১৮ তীর্থযাত্রী নিহত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ঝাড়খণ্ড রাজ্যে ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১৮ জনের প্রাণহানি হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, রান্নার গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে তীর্থযাত্রীদের বহনকারী বাসের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন ছবিতে বাসটির ক্ষতবিক্ষত ধ্বংসাবশেষ দেখা গেছে। এর পেছনের অংশ প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয় আইনপ্রণেতা নিশিকান্ত দুবে বলেন, তীর্থযাত্রীরা পবিত্র শ্রাবণ মাস উদযাপনের জন্য একটি হিন্দু মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিল। তীর্থযাত্রীরা গঙ্গার পানি নিয়ে ওই মন্দিরে শিবের পূজা করতে যাচ্ছিল।

আরও পড়ুন

সরকারি হিসাব অনুযায়ী, প্রতি বছর ভারতে সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে দেশটিতে ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক

বগুড়ার সোনাতলায় বাঙালি পাড়ের মানুষের পারাপারে শেষ সম্বল ডিঙি নৌকা

জয়পুরহাটের আক্কেলপুরে বড় বোনের অপরাধে দুই বছর গৃহবন্দী ছোট বোন

দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়