ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

নওগাঁর বদলগাছীতে কীট নাশকের দোকানে দোকানে চুরি

নওগাঁর বদলগাছীতে কীট নাশকের দোকানে দোকানে চুরি। প্রতীকী ছবি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলা সদরে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীররাতে বদলগাছী উপজেলা চত্বরে অবস্থিত খাদ্য গুদামের সামনে সার্থক ট্রেডার্স নামে একটি দোকানে চুরির ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকানের পেছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। ভিতরে ঢুকে দরজার তালা ভেঙে কীটনাশক নিয়ে যায় তারা। দোকানের ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে দোকান খুলে দেখতে পান দোকান ঘরের সবকিছু তছনছ। এরপর দোকানের গোডাউনের পূর্বদিকের দেয়ালে কাটা অংশ দেখতে পান।

আরও পড়ুন

ওই দিক দিয়েই চোরেরা প্রবেশ করে মূল্যবান কীটনাশক নিয়ে গেছে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক

বগুড়ার সোনাতলায় বাঙালি পাড়ের মানুষের পারাপারে শেষ সম্বল ডিঙি নৌকা

জয়পুরহাটের আক্কেলপুরে বড় বোনের অপরাধে দুই বছর গৃহবন্দী ছোট বোন

দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়