ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে আইন উপেক্ষা করে মহাসড়কের পাশে তেল বিক্রি

কুড়িগ্রামের চিলমারীতে আইন উপেক্ষা করে মহাসড়কের পাশে তেল বিক্রি। ছবি : দৈনিক করতোয়া

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে মহাসড়কের পাশে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ করতে মেসার্স সোহেল এন্ড ব্রাদার্সকে জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখার সহকারী কমিশনার এবিএম মেজবাহ উদ্দিন আহমেদ সইকৃত একটি চিঠিতে গত ১৭ জুলাই নিষেধ করা হয়।

তবে, এ নির্দেশনা না মেনে গোপনে প্রতিষ্ঠানটি জুম্মাপাড়া, মাটিকাটা, চিলমারী মহাসড়কের পাশে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করছে। লাইসেন্সটির স্বত্বাধিকারী সামিউল আলম সোহেল। গতকাল মঙ্গলবার সরেজমিনে দুপুরের পর দেখা গেছে, ট্রাকে জ্বালানি তেল বিক্রি করছে।

তবে বেশিরভাগ সময় দোকান বন্ধ থাকলেও গাড়ির চালকদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সময় গোপনে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে সোহেল এন্ড ব্রাদার্স। জানা গেছে, কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পাশে উপজেলার মাটিকাটার মোড়ের পাশে মেসার্স সাগর ফিলিং স্টেশন ও এলপিজি গ্যাস স্টেশন অবস্থিত। ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে তেল সরবরাহ করে আসলেও এর প্রায় ১শ’ মিটারের ভেতরে গড়ে উঠেছে মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্স নামে একটি জ্বালানি তেল বিক্রির প্রতিষ্ঠান ও মিনি পাম্প।

আরও পড়ুন

এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার হলে জেলা প্রশাসকের উদ্যোগে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী প্রশাসকের কার্যালয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার একটি চিঠির মাধ্যমে অবৈধ জ্বালানি তেল বন্ধের নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম সাদ্দাম বলেন, এটি কোন পাম্প নয়। তেল বিক্রির অনুমতি আছে কি না সেটা নিয়েও অনেক সন্দিহান। প্রশাসনের উচিত সরেজমিনে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, এ বিষয়ে আজকে চিঠি পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা, মুখে ও চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

 রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক

বগুড়ার সোনাতলায় বাঙালি পাড়ের মানুষের পারাপারে শেষ সম্বল ডিঙি নৌকা

জয়পুরহাটের আক্কেলপুরে বড় বোনের অপরাধে দুই বছর গৃহবন্দী ছোট বোন