ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেফতার

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেফতার

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

হাতিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভোররাতে কালাম হাজীর বাড়িতে অভিযান চালায়। পরে সেখান থেকে আলাউদ্দিন বেদনকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা ১৫-২০ জন সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আলাউদ্দিন বেদন বেশ কিছুদিন ধরে জোড়খালী গ্রামে আত্মগোপনে ছিলেন। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ের জামাই।

হাতিয়া থানার ওসি এ.কে.এম আজমল হুদা বলেন, আলাউদ্দিন বেদনকে নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা চলমান রয়েছে। প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই এতদিন আত্মগোপনে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জন উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গুড গভর্নেন্স দরকার : উপদেষ্টা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃদ্ধের আত্মহত্যা

পাবনার সুজানগরে পাইপগান উদ্ধার

ঢাকায় চীনের ভিসা অফিস বন্ধ থাকবে ৮ দিন

বগুড়ার কাহালুতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিশুসহ তিনজন নিহত