বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া সরকার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুখবর দিয়েছে দেশটির সরকার। যারা ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি, তাদের মধ্যে থেকে বোয়েসেল (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড)-এর মাধ্যমে পুনরায় কর্মসংস্থানের অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার।
আজ শুক্রবার (১ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, মালয়েশিয়া সরকার নির্মাণ এবং পর্যটন খাতে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বোয়েসেলের মাধ্যমে আটকে পড়া কর্মীদের পুনরায় নিয়োগ দেওয়া হবে।
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে নিয়োগকর্তাদের FWCMS (Foreign Worker Centralized Management System) পোর্টালে গিয়ে তথ্য জমা দিতে হবে। এরপর অনলাইনে জমা দেওয়া তথ্য ও নথিপত্রের একটি পূর্ণাঙ্গ সেট (মূল এবং ফটোকপি) বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরে জমা দিতে হবে। জমাকৃত কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নিয়োগকর্তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে, পোর্টাল এবং হাইকমিশনে জমা দেওয়া সব নথি যথাযথ ও সম্পূর্ণ। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এই প্রক্রিয়া বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমিক নিয়োগসংক্রান্ত সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুননির্মাণ ও পর্যটন খাতে কর্মী কোটা সত্যায়নের জন্য কিছু নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে: অনুমোদিত কর্মকর্তার চিঠি, ব্যাংক স্লিপ, কর্মীদের বেতন স্লিপ, কোম্পানির প্রোফাইল ও ব্যাংক স্টেটমেন্ট, কর্মীদের বীমার প্রমাণ (SOCSO), স্বাস্থ্যসেবা স্কিম, আবাসন সংক্রান্ত সনদ (জেটিকে সার্টিফিকেট), কাজের চুক্তিপত্র, চাহিদাপত্র, গ্যারান্টি লেটার, নিয়োগপত্র, বোয়েসেল ও নিয়োগকর্তার মধ্যে চুক্তি এবং কোটা অনুমোদনের চিঠি। প্রতিটি নথির মূলকপি ও ফটোকপি—দুই সেট জমা দিতে হবে।
এই পদক্ষেপ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বন্ধ হয়ে যাওয়া প্রক্রিয়াকে পুনরায় সচল করায় সহায়ক হবে। পাশাপাশি এটি হাজার হাজার বাংলাদেশি পরিবারে স্বস্তি ফিরিয়ে এনেছে। নিয়োগকর্তা ও কর্মী উভয়ই আশা করছেন, এই প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে, যাতে কর্মীরা মালয়েশিয়ায় গিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।
মন্তব্য করুন