ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

রংপুরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় আরো ১ জন আসামী গ্রেফতার

রংপুরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় আরো ১ জন আসামী গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর গঙ্গাচড়ায় গণধর্ষণের পরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় আরো ১ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ সদস্যরা।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। র‌্যাব জানায়, গত ৯ জুন ভিকটিম শ্বশুরবাড়ি থেকে পাটক্ষেতে গেলে সেখানে ধৃত আসামীসহ এজাহারে বর্ণিত অন্যান্য আসামীরা মিলে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে। ধর্ষণের ভিডিও ধারণ করে এবং ভিকটিমকে জীবননাশের হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে।

এরই একপর্যায়ে গত ৭ জুলাই রাতে ৫নং আসামী (ভিকটিমের শশুর) স্থানীয় গণ্যমান্য লোকজন ও চৌকিদারকে নিয়ে তার বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করে এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ কোন প্রকার সিদ্ধান্ত প্রদানে ব্যর্থ হন।

অতঃপর ৫ নং আসামী ভিকটিমকে অকথ্য ভাষায় গালাগালি ও আত্মহত্যা করার কথা বলে। এরইপ্রেক্ষিতে গত ৮ জুলাই ৫ নং আসামী তার পূর্ব দুয়ারী টিনশেড শয়নঘরে ভিকটিমকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে এবং ভিকটিমের হাতের মুঠোয় কিছু ট্যাবলেট দেখতে পায়।

আরও পড়ুন

পরবর্তীতে ভিকটিমকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় ভিকটিম মৃত্যুবরণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় ধর্ষণ,পর্নোগ্রাফীসহ আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানী রংপুরের আভিযানিক দল শনিবার ভোর রাতে রংপুর মহানগরীর ৮নং ওয়ার্ডস্থ মুলাটোল এলাকায় অভিযান পরিচালনা করে গংগাচড়া থানার মামলার পলাতক আসামী গাউছিয়া বাজার (গজঘন্টা) রমাকান্ত এলাকার মোঃ মমিন মিয়ার পুত্র মোঃ আজিজুল ইসলামকে (২১) গ্রেফতার করে।

র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, র‌্যাব-১৩ গত ৩০ জুলাই ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন এলাকা হতে অভিযান পরিচালনা করে মামলার পলাতক আসামী গাউছিয়া বাজার (গজঘন্টা) রমাকান্ত এলাকার-মোঃ আবুল কালামের পুত্র মোঃ জুয়েল মিয়াকে (২২) গ্রেফতার করেছে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন খুলছে আজ

রংপুরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় আরো ১ জন আসামী গ্রেফতার

রংপুর অঞ্চলে পাইপলাইন স্থাপন সম্পন্ন অপেক্ষা শুধু গ্যাস সংযোগের

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শুল্কে ফিরল স্বস্তি

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৫ বোতল ফেনসিডিল ও লক্ষাধিক টাকাসহ আটক ১