ভিডিও মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

মারা গেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মাধান

মারা গেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মাধান

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী মাধান বব আর নেই।

গতকাল শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় আদিয়ারে তার নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা। জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

সহযোগী শিল্পী হিসেবে মাধান ছিলেন অনন্য। তিনি ‘ভানামে এল্লাই’, ‘থেভার মাগান’, ‘পাত্তুকোট্টাই পেরিয়াপ্পা’, ‘নম্মাভার, সাথী লীলাবথি’, ‘থেনালি’, ‘সুন্দরা ট্রাভেলস’ এবং ‘পুভ উনাক্কাগা’সহ অনেক তামিল সিনেমায় অভিনয় করেছেন।

আরও পড়ুন

এছাড়াও দুটি মালায়ালাম এবং একটি হিন্দি সিনেমা করে খ্যাতি পেয়েছিলেন মাধান। তিনি অনেক টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন এবং জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আসথাপোভাধু ইয়ারু’তে বিচারক হিসেবে বিখ্যাত ছিলেন। অভিনেতার মৃত্যুতে দক্ষিণী সিনেমার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নির্মাতা কে. বালাচাঁদের দীর্ঘদিনের সহকারী এন. মোহন বলেন, ‘কেবি স্যার তার অভিনয় দেখেছিলেন এবং তার হাসিতে মুগ্ধ হয়ে তাকে “ভানামে এল্লাই” সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিলেন। তাকে আবার “জাথি মাল্লি”তে অভিনয় করানো হয়েছিল। মাধন বব খুব ভাল মানুষ ছিলেন। তার প্রথম দিকে তিনি ট্রিপলিকেন থাকতেন। পরে পরিবারটি আদিয়ারে চলে আসেন, তার আত্মার চিরশান্তি কামনা করি’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

জয়দেবপুর রেল জংশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

আয়ারল্যান্ডে চালু হলো ‘প্যালেস্টাইন কোলা’

পিটার হাসের সঙ্গে এনসিপির বৈঠকের বিষয়টি গুজব: তাসনিম জারা

উত্তরাখণ্ডে হড়কা বান-ভূমিধসে নিখোঁজ অন্তত অর্ধশত