ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

জামালপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জামালপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জামালপুর সদর উপজেলায় মোবাইল চোর সন্দেহে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার (৩ আগস্ট) সকালে সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই যুবকসহ তিনজন সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকার কয়েকটি বাড়িতে মোবাইল চুরি করতে ঢোকেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পান। পরে তাদের তিনজনকে ধাওয়া করেন স্থানীয় লোকজন।

আরও পড়ুন

দুজন পালিয়ে গেলেও ওই যুবক স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। পরে তাকে একটি বাড়িতে কামরাঙ্গা গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

তবে এ ঘটনার পরে এলাকার লোকজন এই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলতে চাচ্ছেন না। ঘটনাস্থলের আশেপাশে বাড়ি পুরুষ শূন্য হয়ে গেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশা চার্জ দি‌তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

মুজিববাদী সংবিধান ভেঙে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি: সারজিস

শেখ হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেবো না : মির্জা ফখরুল

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি ও ভালোবাসি:প্রধান শিক্ষিকা

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো