নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র থেমে নেই : জাকির

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলা উপজেলা বিএনপি’র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, নির্বাচনে প্রতিযোগিতা করলে যাদের একটি আসনও পাওয়ার সম্ভাবনা নেই, তারা এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। নির্বাচন নিয়ে দেশে নানা ধুম্রজালের সৃষ্টি করছে। তাদের নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র থেমে নেই। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
আজ রোববার (৩ আগস্ট) বগুড়ার সোনাতলায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ৫ আগস্ট স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুনপৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, কেন্দ্রীয় শিক্ষক নেতা আব্দুল হাই মাস্টার, জিয়াউল হক সান্তু, ভিপি এমদাদুল হক টুকু, রুহুল আমিন রঞ্জু, মোকারম হোসেন মাস্টার, মোস্তাক আহম্মেদ তরুণ, শহিদুল ইসলাম মুকুল, ওয়ালেদুল হাসান লেলিন, রবিউল ইসলাম, পাভেল আহম্মেদ, উজ্জল হোসেন খোকন, শফিকুল ইসলাম, খোরশেদ আলম মিল্টন, মোনারুল ইসলাম বিটু প্রমুখ।
মন্তব্য করুন