রামুতে লোকালয়ে মিললো ১৫ ফুট লম্বা অজগর, বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত

কক্সবাজারের রামুতে লোকালয় থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। পরে সেটি স্থানীয় বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়েছে।
আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে অজগরটি উদ্ধার ও বিকেলে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাজারকুল বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে রাজারকুল বিটের আওতাধীন পশ্চিম মনিরঝিল দরগাহপাড়ায় স্থানীয়রা সাপটি দেখে বন বিভাগকে খবর দেয়। এসময় সাপটি একটি মা ছাগল মেরে ফেলে তা খাওয়ার চেষ্টা করছিল।
আরও পড়ুনরাজারকুল বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা বলেন, ‘খবর পেয়ে লোকালয় থেকে সাপটি উদ্ধার করার পর রাজারকুল বোটানিক্যাল গার্ডেনের গভীর বনে অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন