ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দুর্ঘটনা পঙ্গু দিনাজপুরের যুবক আফসারুল বাঁচতে চান

দুর্ঘটনা পঙ্গু দিনাজপুরের যুবক আফসারুল বাঁচতে চান। ছবি : দৈনিক করতোয়া

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, কথাটির জীবন্ত উদাহারণ পঙ্গু যুবক আফসারুল ইসলাম (৩০)। আফসারুল দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দোর গ্রামের জয়নাল আবেদীন ও নুর নেহার দম্পতির ছেলে। চিকিৎসক জানিয়েছেন দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা করা হলে আফসারুল স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। এর জন্য দরকার ৬ থেকে ৭ লাখ টাকা।

জানা গেছে, ট্রাকের হেলপার হিসেবে কাজ করা আফসারুল গত ২০১৪ সালে একটি দুর্ঘটনায় দুই পায়ে চলার শক্তি হারিয়ে ফেলেন। চিকিৎসায় সহায়-সম্বল সব হারিয়ে এখন হুইল চেয়ার ব্যবহার করে বাড়ির পাশে বুড়ির হাট-বাজারে ছোট্ট একটি মোবাইল ফোন রিচার্জের দোকান চালান তিনি।

আফসারুল জানান, আমি চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পর বাবা জয়নাল আবেদীন মারা যান। আমার দূরাবস্থা দেখে ওই বছরেই সম্পর্ক ছিন্ন করে বড় ভাই আনারুল হক স্ত্রী নিয়ে চলে যান ঢাকায়। স্ত্রী মমতাজ বেগম মনি আমাকে ও ছেলে মোহনকে ফেলে বাবার বাড়িতে গিয়ে তালাকনামা পাঠিয়ে দেয়। এই পঙ্গু অবস্থায় আমাকে আমার বৃদ্ধা মা, স্কুলপড়ুয়া ছেলে মোহন ও কলেজপড়ুয়া ভাতিজা মিলনের মুখে দু’বেলা দু’মুঠো ভাত তুলে দিতে এবং পড়ালেখার খরচ চালাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয়।

আরও পড়ুন

তিনি জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা করালে সুস্থ হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো। এর জন্য ৬ থেকে ৭ লাখ টাকার প্রয়োজন। আমি এই টাকার জন্য সরকারসহ দেশের দানশীল ব্যক্তিদের কাছে আবেদন করছি। আপনারা আমাকে ও আমার পরিবারটিকে বাঁচাতে দয়া করে এগিয়ে আসুন।

আফসারুল চিকিৎসার জন্য তার ব্যক্তিগত নগদ ও বিকাশ নং +৮৮০১৩২৯-৪৪০৫০০ এ আর্থিক সাহায্য পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ অনুশীলন মহড়া সমাপ্ত

আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য— সালমান শাহের স্মরণে শাকিব খান

কাশিমপুর থেকে পালানো ফাঁসির আসামি গ্রেফতার

নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে : শামসুজ্জামান দুদু

মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার