ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে অনলাইন জুয়াড়ির কারাদণ্ড

নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে অনলাইন জুয়াড়ির কারাদণ্ড

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে অনলাইনে জুয়া খেলার দায়ে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত কিশোর মো. রুবেল হোসেন (১৮)। গতকাল সোমবার রাতে শহরের নিয়ামতপুরস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার শুটকির মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ওই সাজা প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম সিদ্দিকী। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দণ্ডপ্রাপ্ত রুবেলকে নীলফামারী কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই ডাঙ্গাপাড়ার মো: আলাউদ্দিনের ছেলে রুবেল হোসেন। গতকাল সোমবার রাতে সে সৈয়দপুর শহরের নিয়ামতপুর টার্মিনাল এলাকায় অনলাইনে জুয়া খেলছিল।

এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে সেনাবাহিনী ও থানা পুলিশ সদস্যের সহযোগিতায় অভিযান চালিয়ে উল্লিখিত এলাকা থেকে মো. রুবেলকে হাতেনাতে আটক করা হয়েছে।

আরও পড়ুন

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অনলাইনে জুয়া খেলার দায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় সৈয়দপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রহিম, থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল হামিদসহ সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম সিদ্দিকীর বলেন, অনলাইন ও ভিসা প্রতারক চক্রের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন কারাদন্ডাদেশ

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ প্রধান আসামি গ্রেফতার

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের গণমিছিল