ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল ছিনতাইকারীর আটক, পালিয়েছে ৩ জন

নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল ছিনতাইকারীর আটক, পালিয়েছে ৩ জন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : আজ শুক্রবার (৮ আগস্ট) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জয় প্রামাণিকের মোটরসাইকেল ছিনতাইকালে এক জনকে আটক করা হয়েছে। এসময় তিন জন পালিয়ে গেছে।  জয় প্রামাণিক উপজেলার পিওভাগ গ্রামের মো: আব্দুল কুদ্দস প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয় প্রামাণিক বড়াইগ্রাম থেকে বাড়ি ফেরার পথে গত বৃহস্পতিবার রাত ৯ টায় বড়াইগ্রাম জোনাইল সড়কের আদগ্রাম নামক স্থানে পৌঁছলে ৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং আগ্নেয়াস্ত্রের মুখে  তার পালসার ১৫০ সিসির গাড়ি ছিনতাই করে নিয়ে যায়।

বিষয়টি জয় প্রামাণিক তার মোবাইল ফোনের মাধ্যমে জোনাইল বাজারে বন্ধুদের নিকট জানিয়ে দিলে বন্ধুরা ছিনতাইকৃত মোটরসাইকেলসহ তোওশিক (১৬) নামের একজনকে জোনাইল বাজারে আটক করে। তোওশিক ঈশ্বদী উপজেলার মুন্নার মোড় দাশুড়িয়ার মুজিবুর রহমানে ছেলে।

আরও পড়ুন

তোওশিকের স্বীকারোক্তিতে জানা যায়, তার সঙ্গে থাকা অপর ৩ জন একই এলাকার জিসান, সুমন, নাইম পালিয়ে গেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারোয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে, একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহতের ঘটনায় সেই চালকের বিরুদ্ধে মামলা

যুদ্ধ বন্ধে বসছেন ট্রাম্প-পুতিন, ভূমি ছাড়তে হবে ইউক্রেনকে

পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি : সালাহউদ্দিন

বখাটেদের উৎপাত ঠেকাতে স্কুলে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

শাকিবের পোস্ট ঘিরে রহস্য!

হানিট্র্যাপ অপকর্মের ভিডিও করায় তুহিনকে হত্যা : জিএমপি কমিশনার