ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

মৌলভীবাজারে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে দোকান বন্ধ রেখে বিক্ষোভ

মৌলভীবাজারে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে দোকান বন্ধ রেখে বিক্ষোভ

মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

আজ শনিবার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।

এসময় তারা ব্যবসায়ী রুবেল হত্যায় জড়িতদের গ্ৰেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।

স্থানীয় বকস ফার্নিচারের মালিক মতিন বকস বলেন, রুবেল আহমদ ছিলেন একজন সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী। তার এভাবে মৃত্যু আমাদের জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে হবে। নইলে ব্যবসায়ী সমাজ রাস্তায় নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

আরও পড়ুন

এমসিএসের পরিচালক হাসান আহমেদ জাবেদ বলেন, দিন-দুপুরে একজন নিরীহ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটা শুধু রুবেলের মৃত্যু নয়, আমাদের সবার জন্য আতঙ্কের। আমরা ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। কিন্তু এখন নিজের দোকানেই নিরাপদ নই। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

রহমান হার্ডওয়্যারের মালিক শাহরিয়ার মোস্তফা তানিম বলেন, রুবেল আমাদের মতোই একজন হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন। তিনি সবার আপনজন ছিলেন। এমন একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা মৌলভীবাজারের ব্যবসায়ী সমাজের জন্য বড় ধাক্কা। আমরা সবাই আতঙ্কে আছি। খুনিদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত না হলে আমাদের ব্যবসা নিরাপদ থাকবে না।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা পর শমশেরনগর রোডে এফ রহমান ট্রেডিং নামে নিজের দোকানে বসে ছিলেন রুবেল। এসময় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২