ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

শর্ত সাপেক্ষেপর্দায় ফিরবেন আশীষ বিদ্যার্থী

শর্ত সাপেক্ষেপর্দায় ফিরবেন আশীষ বিদ্যার্থী

হোক বলিউড, টালিউড কিংবা দক্ষিণী সিনেমা, ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রিতেই যিনি ত্রাসের আরেক নাম, খলনায়কের চরিত্রে যার চোখের চাহনি আর সংলাপ দর্শকদের মনে গেঁথে আছে, তিনি আশীষ বিদ্যার্থী। অথচ বহু বছর ধরে বলিউডের রুপালি পর্দায় নেই তার সেই ভয়ংকর উপস্থিতি। অবশেষে মুখ খুললেন পর্দার এই দাপুটে ভিলেন, জানালেন হারিয়ে যাওয়ার আসল কারণ, আর দিলেন এমন এক শর্ত, যা না মানলে অভিনয়ে ফেরার প্রশ্নই নেই।

সম্প্রতি অভিনেতার নিজের ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন অভিনয়ে না থাকার কারণ এবং আদৌ অভিনয়ে ফিরবেন কিনা এ বিষয়ে তিনি খোলাসা করেন দর্শকদের মাঝে।

আশীষ বলেন, ‘আমি জানি অনেকে জানতে চাইছেন, কেন আমি এখন আর বেশি ছবিতে দেখা দিচ্ছি না। সত্যি বলতে, আমি একজন ভালো অভিনেতা, কিন্তু আমি এখন এমন চরিত্রের জন্য অপেক্ষা করছি, যেগুলো আগে পাইনি যেমন, মুখ্য চরিত্র।

ভিডিওতে আশীষ জানান, তিনি এখনো নির্মাতা, প্রযোজক ও কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার কথায়, ‘আগে পাইনি মানে এই না যে, এখনও পাব না। আমি এমন চরিত্রের জন্য প্রস্তুত, যেখানে আমার অভিনয় দিয়ে গল্প টানব।

আরও পড়ুন

ভিডিওর শেষে আশ্বাস দিয়ে বলেন, ‘যেই মুহূর্তে উপযুক্ত চরিত্র আসবে, আমি আবার ফিরব। এই অভিনেতা এখনও হারিয়ে যায়নি।

দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে ১১টি ভাষায় ৩০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী। ‘দ্রোহকাল’, ‘বাস্তব’ কিংবা ‘হায়দার’-এর মতো ছবিতে নেগেটিভ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হলেও কখনও প্রধান চরিত্রে দেখা যায়নি তাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২