ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

কুড়িগ্রামে যৌথ অভিযানে মাদকসহ আটক ১

কুড়িগ্রামে যৌথ অভিযানে মাদকসহ আটক ১, প্রতীকী ছবি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ট্যাবলেট, গাঁজা, টাকাসহ মোবাইল উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় এক মাদক কারবারিকে আটক করা হয়। অপর এক মাদক কারবারি সেনাবাহিনীর উপস্থিতি টের পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোর ৪ টায় রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্ত ২২ বীরের একটি টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে ওই এলাকা থেকে ১২৭ পিস ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামক ট্যাবলেট, ১শ’ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৬১ হাজার ৩৪০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রবিউল ইসলাম (৩০) পালিয়ে যায়।

আরও পড়ুন

অপরদিকে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর একই টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাদাই পাঠান পাড়া এলাকায় যৌথ  অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ট্যাবলেট ৫১ পিস ও ইনফিনিক্স ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধারসহ মাদক কারবারি মো. মোস্তফাকে (১৯) আটক করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহরিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অপর এক পলাতক মাদক কারবারিকে গ্রেফতার করার জন্য যৌথ অভিযান চলমান আছে। এছাড়াও আগামীতে সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২