আখাউড়ায় পরিত্যক্ত মাদরাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি পরিত্যক্ত মাদরাসা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে আখাউড়া পৌরসভার কুমারপাড়া এলাকায় সিলেট রেললাইনের পাশে অবস্থিত টিনসেটের মাদরাসা ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, মরদেহের কানের পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুনপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন