ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে এবার নিজেদের অবস্থান জানাল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত,ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে এবার নিজেদের অবস্থান জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ওয়াশিংটনের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা নেই। শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন। শনিবার মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লন্ডনের দক্ষিণাঞ্চলে অবস্থিত শেভেনিং হাউসে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় ইসরায়েল-হামাস যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক ইস্যু প্রাধান্য পায়।

ব্রিটেন এর আগে জানায়, গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি না হলে আগামী সেপ্টেম্বরেই তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। এ প্রেক্ষিতে ভ্যান্স বলেন, গাজায় কার্যকর সরকার না থাকায় এমন স্বীকৃতির মানে কী হবে, তা আমি বুঝতে পারছি না।

এছাড়া, ইসরায়েলের গাজা নগরী দখলের পরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই জানতেন কি না—এমন প্রশ্নের জবাবে ভ্যান্স মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, “ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কাজটা যদি সহজ হতো, অনেক আগেই তা বাস্তবায়িত হতো।”

আরও পড়ুন

বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। যুক্তরাজ্য বলছে, ইউক্রেনকে অবশ্যই শান্তি আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পক্ষে।

উল্লেখ্য, সবশেষ ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনার কথা জানায় অস্ট্রেলিয়া। ইতিমধ্যে ১৪০টির বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে শুধু চীন ও রাশিয়াই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২