ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

পূবালী ব্যাংক উপহার হিসেবে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে মাইক্রোবাস প্রদান করেছে

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি উপহারস্বরূপ আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি মাইক্রোবাস প্রদান করেছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  মোহাম্মদ আলী আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। এ সময় আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আশরাফুল হক, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর          ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী এবং পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এই উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করেনা, এর বাহিরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষাক্ষেত্রে অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় পূবালী ব্যাংক আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে মাইক্রোবাস প্রদান করেছে। তিনি আরও বলেন, এই উপহার অনাগত দিনগুলোতে দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতির সেতুবন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসাবে কাজ করবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে : মুফতী রেজাউল করিম

বগুড়া গাবতলীর পীরগাছায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

দিনাজপুরের চিরিরবন্দরে নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নীলফামারীর সৈয়দপুরে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ