ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

১২ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে আসিফ সিরাজ রব্বানীর উদ্যোগ

বগুড়া শেরপুরে কাটাখালী বাঁধের উপর ব্যাক্তিগত অর্থায়নে সাঁকো নির্মাণ

বগুড়া শেরপুরে কাটাখালী বাঁধের উপর ব্যাক্তিগত অর্থায়নে সাঁকো নির্মাণ, ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী এলাকায় কাটাখালী বাঁধের উপর ব্যাক্তিগত অর্থায়নে বাঁশের সাঁকো নির্মান করে দিলেন বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী। পানির অতিরিক্ত চাপে গত ২৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় কাটাখালী বাঁধটি ভেঙে যায়। ফলে বিলজয় সাগর, জয়লা, জালশুকা, কইগাতী, রুদ্র্রবাড়িয়া, আওলাকান্দি, চককল্যাণী, ভবনগাতি, জয়নগর, গুয়াগাছি, চর কল্যাণী ও বেলগাছি সহ প্রায় ১২ গ্রামের লাখো মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েন। 

বাঁধ ধসের কারণে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, কৃষিপন্য বাজারজাত করণে সমস্যা, বাজারে যাওয়া-আসা, রোগীদের হাসপাতালে নেওয়া, এমনকি বয়স্ক ও অসুস্থদের চলাচলও কঠিন হয়ে পড়ে। সংবাদটি দৈনিক করতোয়া সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে নজরে আসে এস আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা বিএনপির সদস্য, বগুড়া-৫ আসনের সম্ভাব্য প্রার্থী আসিফ সিরাজ রব্বানীর। এমন পরিস্থিতিতে তিনি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহায়তায় এবং ব্যক্তিগত অর্থায়নে ১২টি গ্রামের মানুষের চলাচলের জন্য বাঁশের সাঁকো নির্মাণের উদ্দ্যোগ গ্রহন করেন। কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে সাঁকো নির্মাণ শেষ হলে ওই ১২ গ্রামের কয়েক লাখো মানুষের চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় কৃষক সমশের আলী জানান, বাঁধটি ভাঙ্গনের পর কৃষিপন্য পরিবহন বন্ধ হয়ে যায়। সাঁকো নির্মানে স্বাভাবিক ভাবে কৃষিপন্য বাজারজাত করতে পারছি।  বিলজয় সাগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আলোর দিশারী আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সিজান সরকার, শুভ, রফিকুল জানান, বাধটি ধ্বসে যাওয়ার পর স্কুলে যেতে সমস্যা হচ্ছিল, পারাপারে অতিরিক্ত সময় ব্যয়ের কারনে সময় মত স্কুলে পৌছতে পারছিলামনা। বাঁশের সাঁকো নির্মানের ফলে এখন আমরা সময় মত স্কুলে যেতে পারছি। 

আরও পড়ুন

আসিফ সিরাজ রব্বানী বলেন, মানুষের দুর্দশা লাঘবে নৈতিক দায়িত্ববোধ থেকে যতটুকু সম্ভব করেছি। তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। ইতোমধ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, যাতে দ্রুত সরকারি উদ্যোগে একটি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ করা হয়। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার জানান, পানির চাপে বাঁধ ভাঙার পর পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ চলছে। তারা জানিয়েছেন শুষ্ক মৌসুমে বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দে দেয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লি থেকে হাজারো বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

কিশোরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৩০

ঠাকুরগাঁওয়ে গান-বাজনায় মুখরিত এক আনন্দময় বিদ্যালয়ের গল্প

বাংলাদেশে শুটিং হওয়া হলিউডের সেই সিনেমার সিক্যুয়েল আসছে

সেফটিপিনের ছোট্ট লুপে লুকিয়ে আছে বড় রহস্য

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত এক, আহত পাঁচ