এবার নবাবগঞ্জে আমন চাষের লক্ষ্যমাত্রা ২১ হাজার হেক্টর জমি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : চলতি আমন মৌসুমে শস্য ভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ২১ হাজার ৭২৫ হেক্টর জমি নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এর মধ্যে ১ হাজার ৯১০ হেক্টর জমিতে হাইব্রিড জাত এবং ১৯ হাজার ৮১৫ হেক্টর জমিতে উফশীজাত আমন চাষাবাদ হবে।
মৌসুমের শুরুতে বৃষ্টির অভাবে সেচের মাধ্যমে রোপণ কাজ চললেও শেষের দিকে কাঙ্খিত বৃষ্টি হওয়ায় স্বাভাবিকভাবে জমি রোপণ করছে চাষিরা। ইতোমধ্যে রোপণ কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে। কৃষি বিভাগের তথ্যানুযায়ী গতকাল রোববার পর্যন্ত ৯০ শতাংশ রোপণ কাজ সম্পন্ন হয়েছে।
রাসায়নিক সার বিতরণে কোন প্রকার অনিয়ম যেন না হয় সে ব্যাপারে ডিলাদের প্রতি রয়েছে সংশ্লিষ্ট বিভাগের কঠোর নজরদারী। গতমাসে সার বিতরণে অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জন ডিলারের জরিমানা করা হয়েছে।
আরও পড়ুনকৃষি দপ্তর সূত্রে জানা যায়, এবারে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উফশী হেক্টর প্রতি ৩.৪ মেট্রিক টন চাল আর হাইব্রিড হেক্টর প্রতি ৪.১ মেট্রিক টন চাল।
মন্তব্য করুন