ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

 বগুড়া শাজাহানপুরে রেনেটা কর্মি হত্যা মামলার আসামী গ্রেফতার

 বগুড়া শাজাহানপুরে রেনেটা কর্মি হত্যা মামলার আসামী গ্রেফতার, ছবি: প্রতিকী ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে রেনেটা কোম্পানীর এ্যাসিসটেন্ট ডিস্ট্রিবিউটর আনোয়ার হোসাইন (৩১) কে নৃশংস ভাবে খুনের ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামী আব্দুল কুদ্দুস (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস বেতগাড়ী দক্ষিণপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ সোমবার (১১ আগষ্ট) তাকে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব সদস্যরা। উল্লেখ্য, গত ২৬ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অফিসের কাজ শেষে বেতগাড়ীস্থ রেনেটা কোম্পানী থেকে সাজাপুর এলাকায় ভাড়া বাসায় ফিরছিলেন ওই কোম্পানীর এ্যাসিসটেণ্ট ডিস্ট্রিবিউটর আনোয়ার হোসাইন (৩১)।  পথিমধ্যে ফটকি ব্রিজের ৩০ গজ উত্তরে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৃশংস খুনের শিকার হন আনোয়ার। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের খোয়াজ উদ্দিনের ছেলে। আনোয়ার খুনের ঘটনায় তার ভাই বাদি হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অজ্ঞাতনা দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপড়তা বৃদ্ধি করে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। একপর্যায়ে তদন্তে প্রাপ্ত আসামী আব্দুল কুদ্দুস কে গ্রেফতারে সক্ষম হয়।   

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক সংস্কার না হওয়ায় সীমাহীন দুর্ভোগে পথচারীরা

পাকিস্তানের হারে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই : তারেক রহমান

সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ : আইজিপি

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে ইউকেএম

এবার নবাবগঞ্জে আমন চাষের লক্ষ্যমাত্রা ২১ হাজার হেক্টর জমি