নওগাঁ রাণীনগরে দৈনিক করতোয়ার ৫০ বছর উদযাপন

রানীনগর প্রতিনিধি (নওগাঁ): নওগাঁর রাণীনগরে দৈনিক করতোয়ার ৫০ বছর পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১২ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা হল রুমে রাণীনগর উপজেলা প্রতিনিধি এস এম সাইফুল ইসলামের সভাপতি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হাফিজ মোহাম্মদ রায়হান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জামাতের সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, উপজেলা পরিষদের অফিসার বিন্দু। র্যালি ও সভা শেষে অতিথিদের সাথে নিয়ে আনন্দ ভাগাভাগি করে কেক কর্তন করা হয় ।
আরও পড়ুন
মন্তব্য করুন