ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ৩

টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ৩, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে একটি টার্গেট স্টোরে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, গুলি চালানোর পর, লোকটি একটি চুরি করা গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গাড়িটি নিয়ে সে দুর্ঘটনায় পড়ে। এরপর সে কাছের একটি ডিলারশিপ থেকে আরেকটি গাড়ি চুরি করে কিন্তু পরে তাকে পুলিশ ধরে ফেলে। জরুরি উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর ৩ জন নিহত ব্যক্তিকে খুঁজে পায়। তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।

পুলিশ প্রধান লিসা ডেভিস বলেন, ‘এটি অস্টিনের জন্য খুবই দুঃখের দিন। এটি আমাদের সকলের জন্য খুবই দুঃখের দিন। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।’

এক্সে একটি পোস্টে, অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন এই আক্রমণকে বিধ্বংসী পরিস্থিতি বলে অভিহিত করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

মিশিগানের একটি ওয়ালমার্ট স্টোরে হামলার মাত্র দুই সপ্তাহ পরে টার্গেট আক্রমণটি ঘটল। গত ২৬ জুলাই ট্র্যাভার্স সিটিতে একটি দোকানে এক ব্যক্তি ১১ জনকে ছুরিকাঘাত করে। তার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ এবং একাধিক হত্যার চেষ্টার’ অভিযোগ আনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ৯ বছর পর জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর

পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্যের জবাবে যা বলল ভারত 

বিক্রি হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ

হার্টের রিংয়ের নতুন দাম ১ অক্টোবর থেকে কার্যকর

এনসিপি নেতা সারজিসের বিরুদ্ধে মামলা

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির