চাঁপাইনবাবগঞ্জ ৫০ গ্রাম হেরোইনসহ কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় হেরোইন বিক্রিকালে র্যাব আপন আমীর হামজা (৩৫) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে। তিনি সদর উপজেলার সরজন মধ্যপাড়া গ্রামের মৃত সামসুল হক ওরফে ভগুর ছেলে।
র্যাব জানায়, আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহানন্দা নাচোল বাস কাউন্টারের সামনে থেকে আপনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার লুঙ্গিও কোঁচার মধ্যে ৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
আরও পড়ুনআজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো পেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে র্যাবের উপস্থিতি টের পেয়ে আপন পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ৫০ গ্রাম হেরাইনসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলেও জানায় র্যাব।
মন্তব্য করুন