গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
_original_1755089957.jpg)
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রাহাদ মোল্যা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া উওরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
নিহত শিশু রাহাদ কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া উওরপাড়া গ্রামের আসলাম মোল্যার ছেলে।
চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম জানান, আসলাম মোল্যার শিশু ছেলে রাহাদ তার মাকে বাথরুমে যাবার কথা বলে। পরে এক ঘণ্টা পরও বাথরুম থেকে বাহির না হলে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি। পরে তার পায়ের ছাপ দেখে বাড়ির পাশের পুকুরে খোঁজাখুঁজি করে রাহাদকে উদ্ধার করে। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মন্তব্য করুন