‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’-এ নিলয় হিমির ‘চিরকাল তুমি আমার’-এ মুগ্ধ দর্শক

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় জুটি নিলয়-হিমি। তাদের অভিনীত বহু নাটকে তাদের অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন। তারা যেমন ট্রেণ্ডি গল্পের নাটকে অভিনয় করেছেন আবার ট্রেণ্ডি গল্পের বাইরেও পারিবারিক গল্পের নাটক, রোমান্টিক গল্পের নাটকেও অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। এই সময়ে এসে নিলয় আলমগীর তার অভিনয় দিয়েই দর্শককে মুগ্ধ করছেন অবিরত। একটার পর একটা তার অভিনীত নাটক দর্শককে মুগ্ধ করেই চলেছে।
তার অভিনীত নাটকগুলোও ভিউয়ের দিক দিয়েও সর্বোচ্চ ভিউ হচ্ছে। আবার নিলয়ের সঙ্গে জুটি হিসেবে হিমিকেও দর্শক দারুণভাবে গ্রহন করছেন প্রতিটি নাটকে। সেই ধারাবাহিকতায় এরইমধ্যে মোঃ জামাল হোসেনের প্রযোজনায় ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে গত ২৯ জুলাই প্রকাশিত হয়েছে নিলয় হিমি অভিনীত প্রেম বিরহের নাটক ‘চিরকাল তুমি আমার’ নাটকটি। মোহন আহমেদের গল্পে ইশতিয়াক আহমেদ-এর রচনায় ও মোহন আহমেদ-এর পরিচালনায় ‘চিরকাল তুমি আমার’-এ নিলয় হিমির অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। এরইমধ্যে নাটকটি ২৫ লক্ষ’রও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।
‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’রর কর্ণধার, গীতিকার, প্রযোজক মোঃ জামাল হোসেন বলেন,‘ নিলয় হিমি এই সময়ের জনপ্রিয় জুটি। তাদের অভিনীত নাটকের প্রতি দর্শকের প্রবল আগ্রহ রয়েছে। চিরকাল তুমি আমার দিয়ে তা যেন আবারো প্রমাণিত হচ্ছে। চিরকাল তুমি আমার প্রেম বিরহের নাটক। দুজনই যার যার চরিত্রে নিখুঁত অভিনয় করেছেন। তাছাড়া গল্পটাও চমৎকার। যে কারণে দর্শক নাটকটি আগ্রহ নিয়ে দেখছেন।’
নিলয় আলমগীর বলেন, ‘ মোহন আহমেদ’র গল্প সবসময়ই সুন্দর। চিরকাল তুমি আমার-এর গল্পটা খুউব চমৎকার। প্রচলিত গল্পের বাইরের একটি গল্প। যথারীতি আমি আর হিমি চেষ্টা করেছি গল্পের মধ্যে ডুবে যেতে। নাটকটি প্রচারের পর থেকে দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’
আরও পড়ুনহিমি বলেন,‘ চিরকাল তুমি আমার-এর স্টোরি টেলিংটা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আর আমার চরিত্রটিও একটু অন্যরকতম। যে কারণে কাজটি করতেও ভীষণ ভালোলেগেছে। নিলয় ভাইয়ের সঙ্গে আমার কাজের বা অভিনয়ের রসায়নটা দর্শক ভীষণ উপভোগও করেন। প্রেম বিরহের এই চিরকাল তুমি আমার দর্শকের মনে গেঁথে রবে এটাই আমার বিশ্বাস। দর্শকের প্রতি সবসময়ই কৃতজ্ঞতা।’
‘চিরকাল তুমি আমার’ নাটকের আবহ সঙ্গীতও বেশ প্রশংসা কুঁড়াচ্ছে। এর আবহ সঙ্গীত করেছেন শাহরিয়ার রাফাত।
মন্তব্য করুন