ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

১ কেজি ৭শ’ গ্রামের ইলিশ বিক্রি হলো ৫ হাজারে

১ কেজি ৭শ’ গ্রামের ইলিশ বিক্রি হলো ৫ হাজারে

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের এক জেলের জালে ধরা পড়লো ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ।

আজ রোববার (১৭ আগস্ট) সকালে জেলে মো. নাসির মাঝি সমুদ্রে গিয়ে গঙ্গামতি পয়েন্টে এলাকা থেকে জাল তুলতেই অন্যান্য মাছের সাথে এ ইলিশটি উঠে আসে। পরে কুয়াকাটা মৎস্য আড়তে নিয়ে আসলে মাছটি নিলামের মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকা মণ দরে ৫ হাজার ১’শ ৭০ টাকায় বিক্রি করেন। 

জেলে নাসির মাঝি বলেন, শনিবার সন্ধ্যায় ইঞ্জিনচালিত ডিঙ্গি ট্রলার নিয়ে তিনি সাগরে গিয়ে রাতে জাল ফেলেন। সকালে জাল টানার পর অন্যান্য মাছের সঙ্গে ইলিশটিও উঠে আসে। তিনি আরও বলেন, সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তার জালে এ মাছটি ধরা পড়েছে। যে মাছটি পেয়েছি, এটি সাইজে বড় হওয়ার কারণে ভাল দামে বিক্রি করেছি। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছে, এতেই তিনি খুশি।

আরও পড়ুন

ব্যবসায়ী ছগির হোসেন জানান, মাছটি কিনেছি লাভের আশায়, সামান্য ব্যবসা হলেই বিক্রি করে দেব। তবে বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় খুঁটা জেলেরা জাল দিয়ে মাছটি শিকার করে তা বিক্রির জন্য আড়তে নিয়ে আসেন। এই রকম বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পরে। এটি বিক্রির জন্য ঢাকায় পাঠাতে পারি। তবে এখনো সিদ্ধান্ত নেইনি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এখন অনেক জেলেই ইলিশসহ বিভিন্ন প্রজাতির বড় সাইজের মাছ পাচ্ছেন। বৃষ্টির কারণে গভীর সমুদ্রের মাছ তীরের দিকে চলে আসছে। আসা করছি, সব জেলেরাই মাছ পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্ট-প্যান্ট পরার দরকার কি, জুব্বা পরবা: শবনম ফারিয়া

মাইটিভির চেয়ারম্যান গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিস

এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: রিজওয়ানা

বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১