ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

সিটি ব্যাংক এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ আগামী শনিবার

ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ — দেশের কর্পোরেট অঙ্গন ও গলফপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ক্রীড়া আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার, ২৩ আগস্ট। জোলশিরি গলফ ক্লাবে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার নাম সিটি ব্যাংক এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ এ আয়োজন যৌথভাবে করছে গলফহাউস কর্পোরেট ট্যুর

প্রায় ১৫০ জন কর্পোরেট  প্রধান নির্বাহী ও গলফারদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা খেলাধুলা ও পেশাদার নেটওয়ার্কিংয়ের এক অনন্য মেলবন্ধন।  #LeadersSwing স্লোগান সামনে রেখে এক্সিকিউটিভ কাপ এখন কর্পোরেট সৌহার্দ্য ও নেতৃত্ব উদযাপনের এক উৎসব হিসেবে প্রতিষ্ঠিত।  

প্রতিযোগিতার মূল স্পনসর সিটি ব্যাংক স্পনসর হিসেবে রয়েছে অ্যাস্টার ফার্মেসি, ডিএফএসকে, ঢাকা মেরকেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক (ডিএমসিবি), হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস, ওপেন এবং টার্কিশ এয়ারলাইনস।

অংশীদারদের মধ্যে রয়েছে স্যাভয় আইসক্রিম (আইসক্রিম পার্টনার), স্পোর্টস ওয়ার্ল্ড, ফিট এলিগ্যান্স (গিফট পার্টনার), ব্রুভানা (হাইড্রেশন পার্টনার) এবং রোভাস্ট ল্যাব (আইটি পার্টনার)।

মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে সময় টেলিভিশন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক যায়যায়দিন, দ্য গ্র্যাজুয়েটস, দ্য গলফহাউস ও গলফনিউজটিভি।

আরও পড়ুন

গলফ এখন কেবল খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ব্র্যান্ড দৃশ্যমানতা, কমিউনিটি বিল্ডিং এবং শীর্ষ পর্যায়ের নির্বাহীদের নেটওয়ার্কিংয়ের শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্ব পাচ্ছে।

কর্পোরেট ট্যুর সিরিজের ইভেন্ট হিসেবে এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্টের লক্ষ্য হলো কর্পোরেট গলফকে আরও সমৃদ্ধ করা এবং পারস্পরিক নেটওয়ার্কিংকে উৎসাহিত করা। বাংলাদেশের গলফ দ্রুত সম্প্রসারিত হচ্ছে, আর এই টুর্নামেন্ট সেই যাত্রাকে ব্যবসা ও নেতৃত্ব সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করছে।

সব মিলিয়ে এবারের আসর বাংলাদেশের কর্পোরেট ক্রীড়া ক্যালেন্ডারে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জয়িতার দিগনরাত্রি’তে অন্য এক অনবদ্য বৃষ্টি

সিরাজগঞ্জে যমুনার পানি কমছে

বিটিভি’র ‘বৈঠকখানায়’ দুই মৌলিক গান গাইলেন তারা চারজন

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজে ধ্বস : পাউবোর মেরামত

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বিতরণের সময় বাড়লো একদিন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচী ঘোষণা