ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আবু সাইদ (৩৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবু সাইদ উপজেলার ১ নম্বর চর পাকেরদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ওই এলাকার আলহাজ নুরুল ইসলামের ছেলে। 

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রাত ১০টার দিকে ১ নম্বর চর পাকেরদহ ইউনিয়নের বাংলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ নাছির মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে থানায় নেওয়ার সময় বাংলা বাজারে পৌঁছালে নাছিরের প্রতিবেশী ও আত্মীয়রা পুলিশের ওপর হামলা করে মাদক কারবারি নাছিরসহ হ্যান্ডকাফ ও একটি ডায়েরিও নিয়ে যায়। এতে পুলিশের দুই এএসআই আহত হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করে। এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে গ্রেপ্তারকৃতরা হলেন- চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকেরদহ গ্রামের দুদু মন্ডলের ছেলে মো. আজিজুল হক বাবু (৩২), ইদু মন্ডলের ছেলে মো. রাসেল (৩৪), আসাদ মন্ডলের ছেলে স্বপন (২৮) ও মৃত কছর মন্ডলের ছেলে সুজা মন্ডল (৫৫)। তারা প্রাথমিকভাবে আসামি ছিনিয়ে নেওয়ার সত্যতা স্বীকার করেছেন। পরে তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত মঞ্জুর করেন।

চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার বলেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদকে পুলিশ গ্রেপ্তার করেছে শুনেছি। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হচ্ছে। যদি সে ওই ঘটনার সাথে সম্পৃক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান