দীর্ঘক্ষণ এসিতে থাকলে যেসব সমস্যা হতে পারে

লাইফস্টাইল ডেস্ক: অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আরাম করে কাজ করছেন, হঠাৎ চোখে চুলকানি শুরু হলো? বিষয়টা অস্বস্তিকর হলেও খুব সাধারণ। অনেকেই জানেন না, এসি চলা ঘরে দীর্ঘ সময় কাটালে চোখে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এসি বাতাসের আর্দ্রতা শুষে নেয়, ফলে ঘরের বাতাস হয়ে পড়ে শুষ্ক। আর বাতাসে আর্দ্রতা কমে গেলে তার সরাসরি প্রভাব পড়ে আমাদের চোখে।
এই অবস্থাকে বলা হয় ‘ইভাপোরেটিভ ড্রাই আই’।
আমাদের চোখের পাতায় থাকা বিশেষ গ্রন্থি থেকে জলীয় ও স্নেহপদার্থ (লিপিড) ক্ষরিত হয়, যা চোখের পৃষ্ঠকে স্যাঁতসেঁতে ও সুরক্ষিত রাখে। কিন্তু দীর্ঘ সময় এসিতে থাকলে এই গ্রন্থিগুলো ঠিকমতো কাজ করতে পারে না। এমনকি চোখের অশ্রুগ্রন্থিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এর ফলেই চোখে দেখা দেয় শুষ্কতা, চুলকানি ও অস্বস্তি। চলুন, জেনে নিই যেভাবে আপনি বুঝবেন ‘ড্রাই আই’ সমস্যায় ভুগছেন?
দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া: মাঝে মাঝে চোখের সামনে সবকিছু অস্পষ্ট হয়ে গেলে তা ড্রাই আই-এর লক্ষণ হতে পারে।
অতিরিক্ত পানি পড়া: অকারণে চোখ দিয়ে পানি পড়লেও এটি ড্রাই আই-এর ইঙ্গিত হতে পারে। চোখ শুকিয়ে গেলে শরীর নিজেই বেশি পানি তৈরি করে সেটা সামলাতে চেষ্টা করে।
আরও পড়ুনচোখে ব্যথা ও ক্লান্তি: চোখে পলক ফেলার পরিমাণ বেড়ে যায়, যা থেকে চোখে চাপ পড়ে ও ক্লান্তি আসে।
কিভাবে রক্ষা করবেন চোখকে?
১। চোখ পরিষ্কার রাখুন: ধুলোবালি জমতে দেবেন না। বাইরে থেকে এলে ঠাণ্ডা পানি দিয়ে চোখ ধুয়ে নিন। তবে দিনে ২–৩ বার চোখে পানি দেওয়া যথেষ্ট, বেশি করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে।
২। কনট্যাক্ট লেন্সের ব্যবহার কমান: একটানা ১০–১২ ঘণ্টার বেশি লেন্স পরে থাকা উচিত নয়।
৩। কম্পিউটারের স্ক্রিন থেকে মাঝে মাঝে চোখ সরান: দীর্ঘ সময় স্ক্রিনে না তাকিয়ে মাঝে মাঝে বিরতি নিন। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বিশ্রাম দিন।
৪। পানি বেশি খান: পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া চোখ ও শরীর— দুটোর জন্যই জরুরি। শসা, তরমুজ, স্ট্রবেরি ইত্যাদি পানিযুক্ত ফল বেশি করে খান।
৫। চোখে গরম সেঁক দিন: নরম কাপড়ে গরম পানি ভিজিয়ে দিনে ২–৩ বার চোখে সেঁক দিন। এতে চোখের আরাম মিলবে, ব্যথা কমবে ও ক্লান্তি দূর হবে।
মন্তব্য করুন