ফরিদপুরে সড়কে কই মাছ ছেড়ে প্রতিবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জলাবদ্ধতা ইস্যুতে ভিন্নধর্মী প্রতিবাদে গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে স্থানীয় ছাত্র জনতা ও এলাকাবাসী ঐ সড়কে জলাবদ্ধ পানিতে কৈ মাছ অবমুক্ত কারণে পৌরসভার সংশ্লিষ্টদের লজ্জা দিয়েছেন।
স্থানীয়রা জানান,পৌরসভার একটি জনগুরুত্বপূর্ণ এলাকা মেডিকেল এলাকা।এখানে ফরিদপুর- বরিশাল সড়কে দুই পাশে ড্রেনেজ অব্যাবস্হাপনার কারণে এখানে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়ছে বৃহওর হাসপাতালে আগত রোগী এবং স্বজনরা। একটু বৃষ্টি হলে হাসপাতালের গেটে বৃষ্টির পানি জমে জলাশয়ের মতো সৃষ্টি হয়। এই জলাশয় পার করে হাঁটতে হয় পাদচারীদের।
তাই মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতা সমস্যার প্রতিবাদে ভিন্নধর্মী এ কর্মসূচি পালন করেছেন সচেতন নাগরিক সমাজ।
মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিট থেকে ৫টা ৩৫ মিনিট পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে জলাবদ্ধ পানিতে কই মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন নিরাপদ সড়ক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু।
আরও পড়ুনএ সময় উপস্থিত ছিলেন মানবতার কল্যাণে ফরিদপুর জেলা শাখার সভাপতি সাইফুর রহমান, সদস্য সৌরভ হোসেন রায়হান, মো. মেহেদী হাসান, আসিফ সাকিব, মো. ওয়ালিদসহ হাসপাতালের আশপাশের স্থানীয় মানুষ।
স্থানীয়রা তাদের বক্তব্যে বলে অনতিবিলম্ব এই জলাবদ্ধতার সুষ্ঠু সমাধান না করলে তারা সকলে মিলে পৌরসভার সংশ্লিষ্ট দের বিরুদ্ধে মিডিয়ার কাছে মুখ খুলতে বাধ্য হবেন।
বক্তারা অভিযোগ করেন, সামান্য বৃষ্টি হলেই মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান প্রবেশপথে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা এ সমস্যার সমাধান চান।
মন্তব্য করুন