ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

বান্দরবানে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কা, সতর্ক করতে মাইকিং

বান্দরবানে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কা, সতর্ক করতে মাইকিং

বান্দরবানে গত এক সপ্তাহ টানা বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে। আবহাওয়া অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের দেওয়া তথ্যমতে আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল। 

এদিকে ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জনদুর্ভোগ এড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। 

টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলা ও উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলো বেশ ক্ষতি হয়েছে। রাস্তার কোথাও কোথাও পাহাড়ি মাটি পড়ে ভারি কাদার স্তূপ তৈরি হয়েছে। এতে রাস্তায় চলাচলকারী অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে।

আরও পড়ুন

বান্দরবান আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বলেন, আগামী ৭২ ঘণ্টা জেলায় ৪৪-৮৮ মিলিমিটার প্রতি ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল সমূহে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। 

এদিকে বৃষ্টিপাতের কারণে যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ হতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী জনসাধারণকে সচেতন হয়ে সাবধানতা অবলম্বন করতে বলেছেন জেলা প্রশাসক।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ : একই পরিবারের তিনজন দগ্ধ

প্লেনে যাত্রী হয়রানি রোধে জরুরি নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন

ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে সং'ঘ'র্ষ নিয়ে আলোচনা করছেন ডিসি মাসুদ | Daily Karatoa

ঢাকার সায়েন্সল্যাবের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় ডিসি মাসুদ | DC Masud | Daily Karatoa

ডাকসু নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি জানালেন বিন ইয়ামিন মোল্লা | Ducsu

ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ ৫ দেশের সফর বাতিল