ভাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ভাঙ্গায় সড়কের পাশ থেকে অজ্ঞাত তরুণের (২৭) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
আজ শুক্রবার (২২ আগষ্ট) সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর-সদরপুর উপজেলার কৃষ্ণপুর আঞ্চলিক সড়কের ফাজিলপুর গ্রামের সেতুর নিকট সড়কের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
মানিকদহ ইউনিয়নের দফাদার (গ্রাম পুলিশদের প্রধান) আব্দুল আলীম বলেন, শুক্রবার সকাল ৭ টার দিকে স্থানীয়রা মাঠে কাজ করতে যাওয়ার সময় ফাজিলপুর গ্রামের ' বারো বিঘার ব্রিজ ' নামক জায়গায় ব্রিজের দক্ষিণে সড়কের পশ্চিম পাশে একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি শরীরের বাম পাজর ও মাথা দিয়ে রক্ত ঝরছে । এরপর বিষয়টি ভাঙ্গা থানায় জানালে পুলিশ এসে সকাল ৯ টার দিকে লাশটি থানায় নিয়ে যায়। লাশটি দেখতে কয়েক গ্রামের অনেক লোক এসেছিলো। কেউ লাশের পরিচয় জানাতে পারেনি।
আরও পড়ুনএ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, অজ্ঞাত লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন